টাঙ্গাইল জেলা শহর থেকে উত্তর দিকে 60 কিঃমিঃ দূরে উপজেলার অন্তর্গত ধনবাড়ী পৌরসভায় অত্র সেন্টারটি অবস্থিত। ধনবাড়ী কলেজের উত্তর পার্শ্বে বিবিধ বৃক্ষরাজীর সমাহার ছায়া ঘেড়া সুশোভিত হর্টিকালচারে সেন্টারটি তার নিজস্ব সৌন্দর্য্য বিকাশে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জনগনের সেবায় দন্ডায়মান। ইহা একটি সেবামূলক প্রতিষ্ঠান। মানসম্পন্ন চারা কলম উৎপাদন ও বিতরণ কেন্দ্র।
ধনবাড়ী হর্টিকালচার সেন্টার স্থাপনের পেক্ষাপট পর্যালোচনা জানা যায় অত্র এলাকার জমিদার মহোদয়ের অবদান বিদ্যমান। তদানীন্তন বৃটিশ সরকার 1918 সনে ধনবাড়ীতে মহুকুমা স্থাপনের লক্ষে 60.06 একর জমি খাস করেন। পরবর্তী সময়ে ধনবাড়ীতে মহুকুমা হেড কোয়ার্টার না হওয়াতে তৎকালীন বৃটিশ সরকারের শাসনকালে ধনবাড়ী জমিদার অবিভক্ত বাংলার মাননীয় কৃষি মন্ত্রী নবাব বাহাদুর নওয়াব আলী চৌধুরী উক্ত 60.06 একর জমি হতে 5.99 একর জমির মধ্যে কৃষি ফার্ম নামে একটি ফার্ম প্রতিষ্ঠা করেন। উক্ত কৃষি ফার্মটি কালান্তরে ধনবাড়ী হর্টিকালচার নামে প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটি প্রথমত বর্গা ফার্ম হিসেবে পরিচালিত হলেও পরবর্তী সময়ে বিভিন্ন ফলদ, বনজ, ভেষজ, সবজি মসলা, ফুল, শোভাবর্ধনকারী গাছের চারা, চারা কলম যথাযথ সরকারী নিয়মে বিক্রয় ও বিতরণ করে আসছে। ফলশ্রতিতে ধনবাড়ী হর্টিকালচার সেন্টারটি উদ্যান বিষয়ক বিভিন্ন চারা, কলম বীজ উৎপাদন ও বিতরণ এবং তথ্য পরামর্শ প্রাপ্তী ও প্রদানে এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিনত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস